know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, May 28, 2016

Mcq_part_4


কম্পিউটারের কাজ করার পদ্ধতি (সংগঠন)
কম্পিউটার কাজ করে আই পি ও (I-P-O) সাইকেলের মাধ্যমে। ইহা প্রথমে তথ্য গ্রহণ (Input) করে কীবোর্ডের মাধ্যমে। সুতরাং কীবোর্ড একটি ইনপুট ডিভাইস (Input Device)। এরপর তথ্যের (Data) প্রক্রিয়াকরণ (Processing) করে সিপিইউ নামের সিস্টেম ডিভাইসের মাধ্যমে এবং ফলাফল প্রকাশ করে আউটপুট ডিভাইস (Output Device) ভিডিইউ (VDU) এর মাধ্যমে।
সুতরাং ভিডিইউ (Visual Display Unit) বা মনিটর (Monitor) হচ্ছে একটি আউটপুট ডিভাইস (Output Device)

কম্পিউটার সংগঠন
এটি একটি বিস্তৃত পদ্ধতি। ইনপুট ইউনিট দ্বারা ডাটা গ্রহন এবং আউটপুট ইউনিট দ্বারা ফলাফল প্রকাশ ছাড়া সিষ্টেম ইউনিট দ্বারা প্রসেস করা হয়। আর এই সমস্ত ডিভাইস গুলিকে বলে হার্ডওয়্যার। সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত থাকে কট্রোল ইউনিট এটিতে একটি চিপ থাকে যার নাম CPU (Central Processing Unit) এছাড়া মেমরী (Ram-Random Access Memory Rom- Read Only Memory) থাকে। গানিতিক ও যৌগিক অংশ বিশ্লেষনের জন্য থাকে ALU (Arethmetic Logic Unit) এছাড়া যখন বিদুৎ থাকে না অর্থ্যাৎ কম্পিউটার বন্ধ অবস্থায় আর একটি ইউনিট কাজ করে এটি হচ্ছে Backing Storege উইনি। যেমন HDD- Hardisk Drive, ইত্যাদি ষ্টোরেজ ইউনিট।
·         বিদ্যু থাকা অবস্থায়

·         বিদ্যু না থাকা অবস্থায়

Question of various Exams

 Data processing cycle comprises- /…….. এর সমন্বেয়ে ডেটা প্রসেসিং চক্র গঠিত। (Agrani Bank Ltd. Senior Officer: 11)
a.Input, storage and output       b. Store, retrieve and output
c. Input, output and retrieve      d. Input, processing and output           

হার্ডওয়্যার এবং সফট্ওয়্যার (কম্পিউটার সিস্টেমের  অংশ/অঙ্গ)
হার্ডওয়্যার
কম্পিউটারের সকল প্রকার ফিজিক্যাল যন্ত্রাংশকেই বলা হয় হার্ডওয়্যার। টাইপ রাইটারের মতো দেখতে যন্ত্রটিকে বলা হয় কী-বোর্ড, বক্সের মত গঠনকে বলা হয় সি্সটেম ইউনিট, প্রিন্ট করে যে যন্ত্রটি দিয়ে তা হলো প্রিন্টার এবং লেজওয়ালা ইদুঁরের মত দেখতে ছোট একটি ডিভাইসকে বলে মাউস। সুতরাং কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল যন্ত্রাংশ, যা শক্ত (Hard) এবং দৃশ্যমান (Visible) তাই হার্ডওয়্যার।
Mechanical devices is a storage devices in the computer are called-(Bangladesh Bank Assistant Director- 2014)
           a. Software                                                   b. Hardware      
           c. Data                                                          d. User                                                                                       

সফ্টওয়্যার
শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার কোন কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারবে কি, পারবে না- তা জানার জন্য নির্দেশনার প্রয়োজন হয়। আর একগুচ্ছ নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম। একটি অথবা অনেকগুলো প্রোগ্রামকে বলা হয় সফ্টওয়্যার। সুতরাং সমস্ত লজিক্যাল নির্দেশনা যা কোমল (Soft) এবং অদৃশ্যমান (Invisible) তাই সফ্টওয়্যার।
The list of coded instructions is called (Bangladesh Bank Assistant Director- 2014)
            a. Computer program                                         b. Algorithm
            c. Flowchart                                                      d. None          
                                                                        
Questions of Various Exams.

How many Parts are there in a computer system? /কম্পিউটার সিস্টেমের  অংশ কতটি ? (Agrani Bank Ltd. Officer: 11)
            a. 2                                                                     b. 4
     c. 6                                                                      d. 8
     e. 11                                                                                                                                                                                                                  
কম্পিউটার পদ্বতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-( প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ১০)

a.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ                b.হার্ডওয়ার ও অপারেটিং সিস্টেম অংশ
c.হার্ডওয়ার ও সফটওয়ার অংশ                            d. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ    


What are the four basic function of a computer system? / কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হলো (Standard Bank Assistant Officer: 12)

a. Input, Processing, Output and Storage       b. Keyboard, Display, Memory and Disk Drive  
c. Bits, Bytes, Words and OSI                         d. Word processing, Spreadsheet and Database
e. OS, Processing, Monitor and Display    
                                                                           
IPOS cycle includes input, Processing, Output and- (Mercantile Bank Assistant Officer: 04)
        a. Storage                                                                      b. System
 c. Syntax                                                                       d. Simulation                   
                              
Which one of the following is the most important part of a computer system?/কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? (DBBL MTO: 12)
a. Hardware                                                                  b. Software
c. Data                                                                          d. User                                                   
e. None of these                                                                                                                                              Ans. a   
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়- (Social Development Foundation Data Entry Operator: 12/ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০)
a.স্মৃতি অংশ                                                                      b. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ
c.শক্ত ধাতব অংশ                                                               d.কম্পিউটার ও সংশি­ষ্ট যান্ত্রিক সরঞ্জাম       
Mechanical devices in the computer are called – (Sonali Bank Senior Officer: 10)
                                    অথবা
কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় (রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক সহকারী শিক্ষক : ১১)
a. Data                                                                    b. User
c. Software                                                              d. Hardware         
e. None of these                                                                                                                                                              
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে - (Social Development foundation Data Entry Operator: 12)
a. ৩টি অংশ                                                                       b. ৪টি অংশ
c. ৫টি অংশ                                                                       d. ৬টি অংশ                                                                 
Questions of Various Exams.
Of the following, which one is hardware? /নিচের কোনটি একটি হার্ডওয়্যার ? [Sonali Janata  and Agrani Bank Cash Officer: 08]
a. System                                                                   b.Unit Lotus
c. Visit                                                                       d. Dos    
e. dBase                                                                                                                                                                            
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়-[খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরির্দশক : ০৯]
a. মাউস                                                                                 b.মনিটর
c. সিপিইউ                                                                              d.পাওয়ার পয়েন্ট                                          

কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -- (11 th Bcs Preliminary)
a. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল                                                                       
b. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে    
c. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ                                  
d. কম্পিউটার তৈরির নক্সা                                                                                                                                  
কম্পিউটারের কোনটি নেই?  (23 th Bcs Preliminary)
a. স্মৃতি                                                                         b. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
c.  বুদ্বি বিবেচনা                                                                d. নির্ভুল কাজ করার ক্ষমতা                 

পার্সোন্যাল কম্পিউটার (PC) বা মাইক্রো কম্পিউটারের উপাদান
কম্পিউটার সিস্টেম হলো কতগুলি ইন্ট্রিগেড উপাদান যেমন ইনপুট/আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট ইত্যাদি নিয়ে গঠিত, যা প্রোগ্রামের লিখিত নিদের্শ পালন করে। এই উপাদান গুলি একসাথে কাজ করে। উপাদানগুলি হচ্ছে-
1.       হার্ডওয়্যার  ২. সফ্টওয়্যার  ৩. ফার্মওয়্যার  ৪. হিউম্যানওয়্যার
ফার্মওয়্যার
এই মাধ্যমটি হার্ডওয়্যার ও সফ্টওয়্যার এর সমন্বয়ে গঠিত। কম্পিউটার তৈরি করার সময় মেমরী নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার। এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। এটি এক ধরনের IC. যেমন PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার। এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
হিউম্যানওয়্যার
হার্ডওয়্যার ও সফ্টওয়্যার একটি কম্পিউটারের সাথে এমনভাবে জড়িত যে একটি ছাড়া অন্যটির মূল্য নাই। একজন ব্যবহারকারী কম্পিউটারের হার্ডওয়্যার ডিজাইন করেন এবং প্রোগ্রাম লিখেন বা সফ্টওয়্যার তৈরি করেন। পরবর্তীতে আরেকজন ব্যবহারকারী কম্পিউটারে বিভিন্ন ডাটা প্রদান করেন এবং প্রোসেসিং এর পরে ফলাফল গ্রহণ করেন। এভাবে কম্পিউটারের সাথে জড়িত সমস্ত মানুষকে বলা হয় হিউম্যানওয়্যার।







Friday, May 27, 2016

Mcq_part_3



কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন
আজকের যে কম্পিউটার সেটি অনেকদিনের বিবর্তনের ইতিহাস। Abacus থেকে শুরু করে Napier’s Bones Blaise Pascal এর PASCALINE পর্যন্ত প্রায় ২ হাজার বছরের ইতিহাস এবং মানুষের সাফল্য শুধুমাত্র যোগ, বিয়োগ, গুন ও ভাগের ফলাফল পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ১৮২৩ সালে Charles Babbage-ই প্রথম প্রোগ্রাম সমৃদ্ধ একাধিক কাজ করতে সম্ভব গণনা যন্ত্র আবিষ্কার করেন। যার নাম Difference Engine. সেটিও প্রায় ২০০ বছর আগের ইতিহাস। এরপরও ব্যাবেজই আরও ২০ বছর পরে ১৮৪২ সালে আবিস্কার করেন-Analytical Engine। ব্যাবেজের মেশিনটিকেই George Scheutz Edvard Scheutz নামের বাপ- বেটা দুইজন মিলে ১৮৫৩ সালে পর্যন্ত ডেভলপ করার চেষ্টা করেন এবং ১৫ ডিজিট নাম্বার প্রসেস করতে সমর্থ হন। ১৮৯০ সালে Herman Hollerith নামের বৈজ্ঞানিক Punchard ব্যবহার করে ডাটা ইনপুট ও সংরক্ষন করে প্রসেস করার প্রক্রিয়া রপ্ত করেন। তার আগ পর্যন্ত পূর্নাঙ্গ কম্পিউটার কনসেপ্ট রপ্ত না করে আংশিক সাফল্যের মধ্যেই সবাই সীমাবদ্ধ ছিলেন। Hollirith এর কোম্পানিই তার প্রতিদ্বন্দ্বি কোম্পানীর সাথে যোগ দিয়ে শুরু করেন IBM (International Business Machine) নামের কোম্পানী। যা কিনা আজকের বর্তমানে কম্পিউটরের জনক কোম্পানী।

প্রথম প্রজন্ম (First Generation) কম্পিউটার (1937-1953)
পেনিসেলভেনিয়া ইউনিভার্সিটির J. Presper Eckert এবং John V. Mauchly-র তৈরী ENIAC (Electronic Numerical Integrator and Computer)-ই প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার। এটিই রূপান্তরিত হয়ে আসে EDVACEDSAC. ভ্যাকুয়াম (বায়ুশুন্য) টিউব দ্বারা এগুলি তৈরী হতো। সাথে থাকতো হাজার হাজার ডায়োড ও ট্রায়োড ভাল্ভ, রেজিষ্টার, ক্যাপাসিটর ইত্যাদি। এগুলি আকারে অনেক বড় ছিল এবং বিদ্যুৎ খরচ ছিল অনেক। চালু অবস্থায় এগুলি প্রচন্ড গরম হওয়ার কারনে পানি ঢালতে হতো। এটিতে Punch card ব্যবহার করে ডাটা ইনপুট ও আউটপুট করতে হতো। Hydrogen বম্ব তৈরীর ডিজাইনের কাজে এগুলি ব্যবহার হয়েছিল। এই প্রজন্মের শেষ মডেলের মেশিন টি ছিল UNIVAC (Universal Automatic Computer) যেটি তৈরী করেছিল ENIAC এর নির্মাতা EckertMauchly.

দ্বিতীয় প্রজন্ম (Second Generation) কম্পিউটার (1954-1962)
সব ধরনের কম্পিউটার সিস্টেম, দ্বিতীয় প্রজন্মে অনেক প্রডোজনীয় উন্নতি সাধন হয়েছে। এউ প্রজন্মে কম্পিউটারে ভালভের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয় (1959) এই ট্রানজিস্টর তৈরী করেন William B. Shokly, Jon Berden এবং H. Bratain তিনজন সম্মিলিতভাবে। শুরু হলো কম্পিউটারের নতুন দিগন্ত। কম্পিউটার আকারে ছোট হতে থাকলো এবং মেমরী, গতি. বাড়তে থাকলো। ডাটা সংরক্ষনের জন্য চুম্বকীয় ডিষ্ক ব্যবহার শুরু হলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধিত হলো।
শুরু হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার যেমন FORTRAN (1956), ALGDL(1958) COBOL (1959) ইত্যাদি। IBM বাজারে আনলো 709, 7094, IBM 1600 NCR 300, RCA -301 ইত্যাদি মডেলের কম্পিউটার।

তৃতীয় প্রজন্ম (Third Generation) কম্পিউটার  (1963-1972).
Integrateel Circuits বা IC বদলে দিল তৃতীয় প্রজন্মের কম্পিউটরের চেহারা। এই সার্কিটে থাকে ডায়োড, ট্রানজিষ্টর সেমিকডজাকটর, মেমরীসহ অনান্য ইলেকট্রনিক ডিভাইস। কম্পিটারের আকার আবও ছোট হয়ে গেল এবং দাম, বিদুৎ ব্যবহারের পরিমান কমতে লাগলো। বেড়ে গেল কাজের গতি, নির্ভরশীলতা এবং সংরক্ষন ক্ষমতা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ব্যপক উন্নতি সাধিত হলো। CambridgeUniversity of London একসাথে তৈরী করলো CPL (Combined Programming Language 1963)। আবারও Cambrige ইউনিভারসিটির Martin Richads CPL থেকে BCPL (Basic Computer Programming Language, (1967) তৈরী করলেন। অপর দিকে Bell নামের কোম্পানীতে Thompson CPL থেকে তৈরী করলেন B. যা কিনা UNIX এর সুচনা পর্ব এই প্রজন্মেমই মিনি কম্পিউটারের ব্যবহার বাড়তে থাকলো এই প্রজন্মেই কম্পিউটারের সাথে মনিটর (VDU) ও প্রিন্টারের ব্যবহার শুরু হয়।

চতুর্থ প্রজম্ম (Forth Generation) কম্পিউটার (1972-1984)
এই প্রজম্ম VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে আবিস্কৃত হলো Microprocessor. ফলে আবারও বদলে গেল কম্পিউটারের চেহারা। সমস্ত পদ্ধতির কন্ট্রোল আসলো একটি ছোট Chip এর মাধ্যমে। এটি সমস্ত কম্পিউটারের (Processor, Main Memory এবং I/O Controllers) কে নিয়ন্ত্রন করা শুরু করলো। মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে যুক্ত হলো অনেক আধুনিক বৈশিষ্ট। Microprocessor ব্যবহার করে সৃষ্টি হলো Micro Computer. আমেরিকার Jon Blanken Baker ১৯৭১ সালে Kenbak নামে প্রথম মাইক্রো কম্পিউটার তৈরী করেন। পরে 1977 সালে এটি পূনাঁঙ্গ হয়। Bell কোম্পানীর গবেষনাগারে উদ্ভব হয় C নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং UNIX নামের অপারেটিং সিষ্টেম।

পঞ্চম প্রজন্ম (Fifth Generation) কম্পিউটার (1984-1990)
এই প্রজন্ম থেকে কম্পিউটারে ব্যবহার করা হয় অপাটিক্যাল ফাইবার। চিপের ক্ষেত্রেও ব্যবহার করা হয় Super VLSI(Very Large Seale Intergration) পদ্ধতি। এই প্রজন্মের কম্পিউটার প্রতি সেকেন্ডে ১০/১৫ কোটি লজিক সিদ্ধান্ত নিতে পারে। এই প্রজন্ম থেকে মাল্টিটাস্কিং প্রক্রিয়া অনেক শক্তিশালী হয়েছে। ইউজারদের নেটওয়ার্ক ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে। WAN (Wide Area Netwirk) LAN (Local Area Network) উভয ক্ষেত্রেই ব্যপক উন্নতি সাধিত হয়েছে। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব  কৃত্রিম বুদ্বিমত্তা।

ষষ্ঠ প্রজন্ম (Sixth Generation) কম্পিউটার (1990-2008)
মূলত এই প্রজন্ম থেকে সাধারণের মাঝে ব্যাপক হারে বেড়ে যায় নেটওয়ার্ক বা ইন্টারনেটের ব্যবহার। হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের ব্যাপক উন্নতি হতে থাকে। শুরু হয় Parallel Computing এর যুগ। এই প্রজন্মে নাটাকীয় পরিবর্তন এসেছে WAN এর ক্ষেত্রে, গত কয়েক বছরে Network Bandwidth যেমন বেড়েছে ব্যাপক ভাবে এবং আগামী বছর গুলিতেও বাড়তেই থাকবে।
Questions of Various Exams
প্রথম প্রজন্মের কম্পিউটরে ব্যবহৃত হয়--(গনমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী প্রশিক্ষণ : ০১)
a. ট্রানজিস্টর                                                  b. আইসি
c. মাইক্রোপ্রসেসর                                          d. বায়ুশূন্য ভাল্ব                                           
In which of the following generations of computer, IC chips were used first?/ কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয়? [DBBL MTO:12]
            a.second                                                    b. Third
            c.fourth                                                         d. Fifth
            e. None of these                                                                                                                                                                                                                                    

VLSI কথাটি হলো -(তথ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী, টেলিভিশন :০১)
a. Very Large System Integration   b. Very Large Scale Integration
c. Very Long System Integration    d. Very Long System Input                                                Ans. b
Among the computer generations, www, HTML, DVD, ipod etc. are some of the popular inventions of which generation? / www, HTML, DVD, ipod ইত্যাদি কোন কম্পিউটার প্রজন্মের উল্লেখযোগ্য  আবিষ্কার? (City Bank Ltd .Probationary Officer:11)
        a. 3rd                                                       b.   4th  
        c. 5th d.                                                   d. 6th                  
        e. None of these                                                                                                                                                                                                                     
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-[গণমাধ্যম ইউনিট সহকারী পরিচালক, টেলিভিশন ও বেতার প্রকৌশলী :০১]
a. বৃহৎ সহায়ক স্মৃতি                                        b. কৃত্রিম বুদ্বিমত্তা
c. প্যারেলেল প্রসেসিং                                       d. বহনযোগ্যতা