know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, May 28, 2016

Mcq_part_4


কম্পিউটারের কাজ করার পদ্ধতি (সংগঠন)
কম্পিউটার কাজ করে আই পি ও (I-P-O) সাইকেলের মাধ্যমে। ইহা প্রথমে তথ্য গ্রহণ (Input) করে কীবোর্ডের মাধ্যমে। সুতরাং কীবোর্ড একটি ইনপুট ডিভাইস (Input Device)। এরপর তথ্যের (Data) প্রক্রিয়াকরণ (Processing) করে সিপিইউ নামের সিস্টেম ডিভাইসের মাধ্যমে এবং ফলাফল প্রকাশ করে আউটপুট ডিভাইস (Output Device) ভিডিইউ (VDU) এর মাধ্যমে।
সুতরাং ভিডিইউ (Visual Display Unit) বা মনিটর (Monitor) হচ্ছে একটি আউটপুট ডিভাইস (Output Device)

কম্পিউটার সংগঠন
এটি একটি বিস্তৃত পদ্ধতি। ইনপুট ইউনিট দ্বারা ডাটা গ্রহন এবং আউটপুট ইউনিট দ্বারা ফলাফল প্রকাশ ছাড়া সিষ্টেম ইউনিট দ্বারা প্রসেস করা হয়। আর এই সমস্ত ডিভাইস গুলিকে বলে হার্ডওয়্যার। সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত থাকে কট্রোল ইউনিট এটিতে একটি চিপ থাকে যার নাম CPU (Central Processing Unit) এছাড়া মেমরী (Ram-Random Access Memory Rom- Read Only Memory) থাকে। গানিতিক ও যৌগিক অংশ বিশ্লেষনের জন্য থাকে ALU (Arethmetic Logic Unit) এছাড়া যখন বিদুৎ থাকে না অর্থ্যাৎ কম্পিউটার বন্ধ অবস্থায় আর একটি ইউনিট কাজ করে এটি হচ্ছে Backing Storege উইনি। যেমন HDD- Hardisk Drive, ইত্যাদি ষ্টোরেজ ইউনিট।
·         বিদ্যু থাকা অবস্থায়

·         বিদ্যু না থাকা অবস্থায়

Question of various Exams

 Data processing cycle comprises- /…….. এর সমন্বেয়ে ডেটা প্রসেসিং চক্র গঠিত। (Agrani Bank Ltd. Senior Officer: 11)
a.Input, storage and output       b. Store, retrieve and output
c. Input, output and retrieve      d. Input, processing and output           

হার্ডওয়্যার এবং সফট্ওয়্যার (কম্পিউটার সিস্টেমের  অংশ/অঙ্গ)
হার্ডওয়্যার
কম্পিউটারের সকল প্রকার ফিজিক্যাল যন্ত্রাংশকেই বলা হয় হার্ডওয়্যার। টাইপ রাইটারের মতো দেখতে যন্ত্রটিকে বলা হয় কী-বোর্ড, বক্সের মত গঠনকে বলা হয় সি্সটেম ইউনিট, প্রিন্ট করে যে যন্ত্রটি দিয়ে তা হলো প্রিন্টার এবং লেজওয়ালা ইদুঁরের মত দেখতে ছোট একটি ডিভাইসকে বলে মাউস। সুতরাং কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল যন্ত্রাংশ, যা শক্ত (Hard) এবং দৃশ্যমান (Visible) তাই হার্ডওয়্যার।
Mechanical devices is a storage devices in the computer are called-(Bangladesh Bank Assistant Director- 2014)
           a. Software                                                   b. Hardware      
           c. Data                                                          d. User                                                                                       

সফ্টওয়্যার
শুধুমাত্র হার্ডওয়্যার দিয়ে কম্পিউটার কোন কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারবে কি, পারবে না- তা জানার জন্য নির্দেশনার প্রয়োজন হয়। আর একগুচ্ছ নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম। একটি অথবা অনেকগুলো প্রোগ্রামকে বলা হয় সফ্টওয়্যার। সুতরাং সমস্ত লজিক্যাল নির্দেশনা যা কোমল (Soft) এবং অদৃশ্যমান (Invisible) তাই সফ্টওয়্যার।
The list of coded instructions is called (Bangladesh Bank Assistant Director- 2014)
            a. Computer program                                         b. Algorithm
            c. Flowchart                                                      d. None          
                                                                        
Questions of Various Exams.

How many Parts are there in a computer system? /কম্পিউটার সিস্টেমের  অংশ কতটি ? (Agrani Bank Ltd. Officer: 11)
            a. 2                                                                     b. 4
     c. 6                                                                      d. 8
     e. 11                                                                                                                                                                                                                  
কম্পিউটার পদ্বতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-( প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ১০)

a.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ                b.হার্ডওয়ার ও অপারেটিং সিস্টেম অংশ
c.হার্ডওয়ার ও সফটওয়ার অংশ                            d. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ    


What are the four basic function of a computer system? / কম্পিউটার সিস্টেমের প্রধান চারটি কাজ হলো (Standard Bank Assistant Officer: 12)

a. Input, Processing, Output and Storage       b. Keyboard, Display, Memory and Disk Drive  
c. Bits, Bytes, Words and OSI                         d. Word processing, Spreadsheet and Database
e. OS, Processing, Monitor and Display    
                                                                           
IPOS cycle includes input, Processing, Output and- (Mercantile Bank Assistant Officer: 04)
        a. Storage                                                                      b. System
 c. Syntax                                                                       d. Simulation                   
                              
Which one of the following is the most important part of a computer system?/কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? (DBBL MTO: 12)
a. Hardware                                                                  b. Software
c. Data                                                                          d. User                                                   
e. None of these                                                                                                                                              Ans. a   
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়- (Social Development Foundation Data Entry Operator: 12/ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১০)
a.স্মৃতি অংশ                                                                      b. কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ
c.শক্ত ধাতব অংশ                                                               d.কম্পিউটার ও সংশি­ষ্ট যান্ত্রিক সরঞ্জাম       
Mechanical devices in the computer are called – (Sonali Bank Senior Officer: 10)
                                    অথবা
কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় (রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক সহকারী শিক্ষক : ১১)
a. Data                                                                    b. User
c. Software                                                              d. Hardware         
e. None of these                                                                                                                                                              
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে - (Social Development foundation Data Entry Operator: 12)
a. ৩টি অংশ                                                                       b. ৪টি অংশ
c. ৫টি অংশ                                                                       d. ৬টি অংশ                                                                 
Questions of Various Exams.
Of the following, which one is hardware? /নিচের কোনটি একটি হার্ডওয়্যার ? [Sonali Janata  and Agrani Bank Cash Officer: 08]
a. System                                                                   b.Unit Lotus
c. Visit                                                                       d. Dos    
e. dBase                                                                                                                                                                            
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়-[খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরির্দশক : ০৯]
a. মাউস                                                                                 b.মনিটর
c. সিপিইউ                                                                              d.পাওয়ার পয়েন্ট                                          

কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -- (11 th Bcs Preliminary)
a. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল                                                                       
b. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে    
c. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ                                  
d. কম্পিউটার তৈরির নক্সা                                                                                                                                  
কম্পিউটারের কোনটি নেই?  (23 th Bcs Preliminary)
a. স্মৃতি                                                                         b. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
c.  বুদ্বি বিবেচনা                                                                d. নির্ভুল কাজ করার ক্ষমতা                 

পার্সোন্যাল কম্পিউটার (PC) বা মাইক্রো কম্পিউটারের উপাদান
কম্পিউটার সিস্টেম হলো কতগুলি ইন্ট্রিগেড উপাদান যেমন ইনপুট/আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট ইত্যাদি নিয়ে গঠিত, যা প্রোগ্রামের লিখিত নিদের্শ পালন করে। এই উপাদান গুলি একসাথে কাজ করে। উপাদানগুলি হচ্ছে-
1.       হার্ডওয়্যার  ২. সফ্টওয়্যার  ৩. ফার্মওয়্যার  ৪. হিউম্যানওয়্যার
ফার্মওয়্যার
এই মাধ্যমটি হার্ডওয়্যার ও সফ্টওয়্যার এর সমন্বয়ে গঠিত। কম্পিউটার তৈরি করার সময় মেমরী নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার। এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। এটি এক ধরনের IC. যেমন PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার। এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
হিউম্যানওয়্যার
হার্ডওয়্যার ও সফ্টওয়্যার একটি কম্পিউটারের সাথে এমনভাবে জড়িত যে একটি ছাড়া অন্যটির মূল্য নাই। একজন ব্যবহারকারী কম্পিউটারের হার্ডওয়্যার ডিজাইন করেন এবং প্রোগ্রাম লিখেন বা সফ্টওয়্যার তৈরি করেন। পরবর্তীতে আরেকজন ব্যবহারকারী কম্পিউটারে বিভিন্ন ডাটা প্রদান করেন এবং প্রোসেসিং এর পরে ফলাফল গ্রহণ করেন। এভাবে কম্পিউটারের সাথে জড়িত সমস্ত মানুষকে বলা হয় হিউম্যানওয়্যার।