know yourselves. information, computer, 7 wonders, various.

Showing posts with label MySQL. Show all posts
Showing posts with label MySQL. Show all posts

Monday, March 16, 2020

MySql_part-1-MySQL কি?




 
MySQL (মাই এস.কিউ.এল)
MySQL কি?
 l মাই এস কিউ এল হল একটি ডাটাবেজ সার্ভার
 l এটি বড় এবং ছোট অ্যাপ্লিকেশনের জন্য একটি আদের্শ প্লাট ফর্ম।
 l এটি আদর্শ SQLকুয়ারী (Query) সাপোর্ট করে।
 l এটি কয়েকটি প্লাটফর্মে কম্পাইল হতে পারে।
মনে রাখতে হবে যে, আপনি যখন কোন ওয়েব অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই আপনাকে ডাটাগুলোকে কোন ডাটাবেজে-রাখতে হবে। অর্থাৎ ডাটাবেজ-এর টেবিলে রাখতে হবে। এধরনের আরও ডাটাবেজ সার্ভার রয়েছে  যেমন MS SQL, Portgress Sql, Oracle. Python, SQL Server, Access, Oracle, Sybase, DB2, ইত্যাদি।  যাই হোক আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কি কি তথ্য আপনি ডাটাবেজ-এ তথা টেবিলে রাখবেন। এইখানে যা আলোচনা করা হল, কিভাবে মাই এস কিউ এল এ টেবিল তৈরী করতে হয়। কিভাবে সার্চ কুয়ারী করতে হয়। এসব দেখব আর ছোট্র একটি উদাহরন দেখব যে কিভাবে php ফর্ম থেকে ডাটাবেজ-এ কানেকশন দিতে হয়। পিএইচপি,  মাই এসকিউএল এর সাথে ক্রস প্লাটফর্মে কম্পাইল করা। আপনি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটি উইন্ডোজে ডেভেলপ করে unix প্লাটফর্মেও চালাতে পারেন।
ডাটাবেজ টেবিল : ডাটাবেজ হল কত গুলো টেবিলের সমষ্টি। অর্থাৎ একটি ডাটাবেজ -এ অসংখ্য টেবিল থাকতে পারে। আর প্রত্যেকটি টেবিল  হলো রো (ROW) এবং কলাম (Column) এর সমন্বয়ে গঠিত। এখানে কলামে থাকে কলামের নাম এবং প্রত্যেকটি রো-এ থাকে ডাটা। 

ID
Name
Age
City
Address
1
Bappi
30
Dhaka
Dhanmondi
2
Mebin
19
Dhaka
Mirpur




MySQL নিয়ে কাজ করা:
মাই এসকিউএল ওপেন করা: MySQL নিয়ে কাজ শুরু করতে হলে পথমেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার MySQL ওপেন আছে কিনা? আমরা ইতিমধ্যে XAMPP ইনস্টলেশন দেখেছি। আমরা XAMPP এর মধ্যকার MySQL ব্যবহার করা শিখব।
১.        এবার আপনার XAMPP Directoryতে যানঅর্থাৎ C:\XAMPP (চিত্র ১) এবার xampp-Control টি ওপেন করুন।

২.        নিচের ছবির মত দেখুন যে MySqlটি Running আছে কিনা। না থাকলে start বাটনে প্রেস করে এটি Running করে নিন।
৩.        এবার আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখুন http://localhost এবং এন্টার দিন। XAMPP খুলবে।  phpMyAdmin এর উপর ক্লিক করুন।


৪.        নিচের ছবির  মত আপনার phpmyadmin অথাৎ mysql সার্ভারটি দেখা যাবে । এখানেই আপনি আপনার সকল টেবিল তৈরী, মুছে ফেলা, কুয়ারীসহ ডাটাবেজ সম্পর্কিত সকল কাজ করতে পারবেন।
  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

MySql_part-2_নতুন ডাটাবেজ তৈরীও টেবিল তৈরী করা







নতুন ডাটাবেজ তৈরী
১.        আপনার php mysql admin ওপেন হলেই দেখতে পাবেন যে ডাটাবেজ তৈরীর অপশন রয়েছে। Create new databaseএ আপনার ডাটাবেজ এর নাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা mydata ব্যবহার করেছি।
২.        আর দেখে নিন যে MySql connection Collation এবং Language নিচের চবির মত ঠিক আছে কিনা।
৩.     Create বাটনে ক্লিক করুন । mydata নামের ডাটাবেজ তৈরী হয়ে গেল। বাম পাশের Drop down এ লক্ষ্য করুন আপনার ডাটাবেজটি সিলেক্ট হয়ে আছে এবং কোন টেবিল নেই বলে mydata (0) দেখা যাচ্ছে।
টেবিল তৈরী করা
১.        প্রথমে আপনি আপনার ডাটাবেজটি সিলেক্ট করুন। এবার এডিটরটির নিচের দিকে দেখতে পাবেন Create new table on database mydata এখনে আপনার টেবিলের নাম লিখুন। ধরা যাক আমাদের টেবিলের নাম Studentinfo  এবার Filed এর নাম্বার দিন, ধরা যাক 5 অর্থ্যাৎ কতটি ফিল্ড আপনার টেবিলে থাকবে। এবার Go বাটনে প্রেস করুন।

২.        নিচের ছবির মত দেখতে পাবেন যে ৫টি ফিল্ডসহ একটি উইন্ডো আসছে। এখানে আপনি ফিল্ডের নাম লিখুন। ফিল্ড টাইপ লিখুন নিচের মত। ফিল্ড এর লেন্থ নির্ণয় করে দিন  নিচের ছবির এর মত করে এবার Save বাটন প্রেস করুন।

নিচের ছবির মত আপনার টেবিল তৈরী হয়ে যাবে।

নতুন কলাম যোগ করা
১.        এবার টেবিল নতুন কলাম যোগ করুন। আপনি যত গুলো নতুন কলাম যোগ করতে চান (ধরা যাক 1) সেটি লিখে  Add অংশে লিখুন। এবার কোথায় Add করতে চান অর্থ্যাৎ টেবিলের শুরুতে, শেষে না কোন ফিল্ড এর পরে  (ধরা যাক after address) তা সেট করে দিন। এবার Go বাটনে প্রেস করুন পূর্বের মত ফিল্ডের নাম লিখুন টাইপ সিলেক্ট করুন এবং Save করুন। আবার Marital status নামে নতুন একটি ফিল্ড যোগ করলাম।

টেবিলে ডাটা যোগ করা :
১.          আমরা মুলত Mysql এর বেসিকটুকু দেখাতে চেষ্টা করছি তাই আমরা কোন কোডিং আপাতত করছি না।  কেবল টুল ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে নিচের ছবির মত Insert অপশনে ক্লিক করুন।)
২.        এবার আপনার ডাটা টাইপ অনুযায়ী প্রত্যেক কলামে নিম্নের চিত্রের  মত করে ডাটা যোগ করুন।

৩.        এবার Go বাটনে প্রেস করুন নিচের ছবির মত ফলাফল দেখতে পাবেন।

৪.        আবার আরও যদি Row Insert করতে চান তবে আমরা একটু আবার আগের অবস্থায় যেতে চাই অর্থ্যাৎ Insert টুল এ ক্লিক করুন। নিচের ধাপগুলো অনুসরণ করুন। Ignore এ টিক চিহ্নটি তুলে দিন। যতগুলি রো যোগ করতে চান তাদের ডাটাগুলো লিখুন ব্যাস
৫.        নিম্নের Go বাটনে প্রেস করুন নিচের ছবির মত ফলাফল দেখতে পাবেন

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

MySql_part-3_টেবিলে ডাটা দেখানো






টেবিলে ডাটা দেখানো
১.        প্রথমে টেবিল সিলেক্ট করুন। কোন ডাটা না থাকলে কেবল ফিল্ডগুলোর নাম প্রর্দশিত হবে।  আর যদি ডাটা থাকে তবে Browse এ ক্লিক করুন আপনার সিলেক্ট করা টেবিলের ডাটা নিচের মত দেখা যাবে।

২.একটি নির্দিষ্ট রো ও সব ডাটা দেখাতে গেলে আপনি Row টি সিলেক্ট করে এডিট বাটনে প্রেস করুন।
                                                       

টেবিলের ডাটা নিমণরুপ দেখা যাবে।

Edit Row
প্রথমে আপনি টেবিল সিলেক্ট করুন। তারপর পূর্বের ন্যায় Row সিলেক্ট করে Edit আইকনে ক্লিক করুন। নিচের মত  উইন্ডো ওপেন হবে। আপনার প্রয়োজনঅনুসারে ডাটা পরিবর্তন করে Go বাটনে প্রেস করুন।

Delete Row
পূর্বের মত প্রথমে যে Row টি Delete করবেন সেটি সিলেক্ট করুন এবার Delete আইকনটিতে ক্লিক করুন।

নিচের মত একটি Confirmation বক্স দেখা যাবে।

yes ক্লিক করলে Row টি Delete হয়ে যাবে। আর No প্রেস করলে Delete হবে না।

SQL ব্যবহার করে টেবিল তৈরী ও ডাটা ইনসার্ট
১.        নিচের চিত্রের মত ডাটাবেজ সিলেক্ট করুন।

২.        এরপর SQL ট্যাব সিলেক্ট করুন এবার Query Editor এ নিচের মত করে কুয়ারী লিখুন  

৩.        এবার Go বাটনে প্রেস করুন আপনার ঐ কলামগুলোসহ টেবিল তৈরী হয়ে যাবে।


টেবিলে ডাটা সার্চ :
১.        প্রথমে আপনি আপনার টেবিল সিলেক্ট করুন। এবার  search ট্যাবে ক্লিক করুন

২.        আমরা যার নামে B আছে সেই সব Row গুলো সার্চ করব। তাই name কলামের অপারেটর হিসাবে Like %...% সিলেক্ট করুন। Value তে B লিখে Go বাটনে প্রেস করম্নন

নিম্নের চিত্রের মত ফলাফল দেখতে পাবেন।
  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************