know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, March 16, 2020

MySql_part-4_ডাটাবেজ এক্সপোর্ট ও ইম্পোর্ট করা




ডাটাবেজ এক্সপোর্ট  করা
১.        প্রথমে বাম দিকে উপরের কর্নারে হোম আইকোন ক্লিক করুন ।
২.        এবার Database ট্যাবে ক্লিক করুন এবং যে ডাটাবেজ এক্সপোর্ট করবেন তাকে সিলেক্ট করুন।
৩.        এবার Export ট্যাবে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি ওপেন হবে তার নিচের দিকে দেখুন নিমেণর চিত্রের ন্যায় দেখা যাচ্ছে।


৪.        এবার SQL সিলেক্ট করুন অর্থ্যাৎ এই লিষ্ট থেকে আপনি যে ফরম্যাট ডাটাবেজটিকে  Export করতে চান সেটি সিলেক্ট করে দিবেন।


৫.        এবার নিচের ছবির এর মত Save as File এ টিক চিহ্ন দিয়ে Go বাটনে প্রেস করুন।

৬.        নিচের মত Saving অপশন আসবে। এবার Save বাটনে ক্লিক করুন।

ইম্পোর্ট to mysql
১.        ডাটাবেজ থেকে Export করা যেরুপ SQL বা MySql সাপোর্ট করে সেরকম ফাইল কে Import করা যায়। পনিচের চিত্রের মত Import ট্যাবে ক্লিক করুন।এবার Browse বাটনে ক্লিক করুন

২.        এবার আপনার Sql ফাইলটি সিলেক্ট করুন এবং go বাটনে প্রেস করুন।

তারপর আপনার Database Import করা হয়ে যাবে।
  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************