know yourselves. information, computer, 7 wonders, various.

Sunday, August 14, 2016

WordPress- Part: 11


Theme পরিবর্তন করা
Theme দ্বারা ওয়েব সাইটের চেহারা কি হবে সেটি নির্ধারণ করে দেওয়া হয়। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, Banner Image, Sidebar থাকবে কিনা ইত্যাদি। এছাড়া আরও অনেক রকমের  অপশন। আবার এটি Online বা Offline (আপনার Harddisk এ রাখা Download Theme ) দ্বারা করা যায়। চলুন শুরু করি।

১. Dashboard মেনুর Appearance থেকে Themes সিলেক্ট করুন। Manager Themes, Install Theme অপশন আসবে। Manager Theme এর নিচে Available Themes অপশন আসবে। এখানে আরও একটি Default Theme থাকবে।

২. Available Theme থেকে Active বাটনে ক্লিক করুন। দ্বিতীয় থিমটি অ্যাকটিভ হবে।
৩. ব্রাউজ করে দেখুন সাইটের চেহারা পরিবর্তন হয়েছে। Home নামে একটি বাটনও দেখা যাচ্ছে। ডানে দিকে একটি Sidebar রয়েছে। সেখানে Page ও Category সহ অনান্য বিষয় রয়েছে।
নতুন Theme কে Install করা (Online)
১. Install Theme ট্যাবে ক্লিক করে Search বাটনে ক্লিক করুন প্রচুর Theme আসবে। এগুলিসব Online Theme যে কোন Theme এর নিচে থেকে Install Now বাটনে ক্লিক করলে Theme টি Install হবে পরে এটিকে Active করলেই হবে। আমরা আপাতত এখান থেকে কোন Theme Install করবো না। (Install Now বাটনের পাশে Preview ও Detail বাটন থেকে Theme সম্বন্ধে বিস্তারিত জানা যাবে।
নতুন Theme কে Install করা (Off lie)
এখন আমরা আমাদের Harddisk এর Worddpress ফোল্ডারের রক্ষিত Theme Install করবো।
১. Install Theme এর নিচে অবস্থিত Upload বাটনে ক্লিক করুন। ডায়ালগ বক্স আসলে Browse বাটনে ক্লিক করুন।
২. এখন CD র Soft ফোল্ডার থেকে Wordpress 3.7 Themes ফোল্ডারে ক্লিক করুন দেখুন অনেক Theme আছে। এখান থেকে যে কোন একটি Theme সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। ( Catch-evolution.1.3.zip ফাইলটি অবশ্যই সিলেক্ট করতে হবে কারণ আমরা এই Theme টির বিস্তারিত বিবরণ দেব)
৩. এখন ডান দিকের Install Now বাটনে ক্লিক করুন Installing শুরু হবে।
৪. Install শেষ হলে Active বাটনে ক্লিক করুন।

৫. Browse করে দেখুন। উপরে বাম দিকে Nova Computer, একটি Banner, একটি Slideshow এবং ডানদিকে Sidebar এ Page, Post, Catagory ইত্যাদি অপশন রয়েছে। প্রতিটি Post এর শেষে অটোমেটিক ভাবে Continue Reading অপশন রয়েছে।   

এখন আমরা Theme টি Customize করবো।
Fabicon change করা
১. Dashboard মেনু থেকে Apperance>Theme Option সিলেক্ট করুন। Theme পরিবর্তনের অপশন আসবে।

২. এখন Fabicon (Browser এর ট্যাবে যে ছোট Icon আসে সেটি) পরিবর্তনের জন্য Fabicon অপশনে ক্লিক করুন। Check to disable অপশনের টির্ক মার্ক (ü) উঠিয়ে দিন। URL  Change Fabicon বাটনে ক্লিক করুন ।

Add Media File অপশন আসবে। From Computer সিলেক্ট থাকা অবস্থায় Select File সিলেক্ট করুন এবং Wordpress ফোল্ডারের Images ফোল্ডার থেকে Fabicon ফাইল সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন।

৫. Media তে ফাইলটি যুক্ত হবে। নিচ থেকে Insert into post বাটনে ক্লিক করুন।

৬. শেষে Save Change বাটনে ক্লিক করুন। (Preview অংশে Fabicon দেখা যাবে)

৭. অন্য ট্যাবে Reload করুন সাইটের ট্যাবে Fabicon দেখা যাবে।
                                       

Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

Next_
         Part011 Part012 Part013 Part014 Part015