WordPress-Part: 10
এখন আমরা কয়েকটি পেজ তৈরী করবো এবং
Content দেখাবো। Dashboard
মেনু থেকে Pages>All Page এ ক্লিক করুন। ডান দিকে Page দেখা যাবে। এখানে Sample Page নামে মাত্র একটি Page কে Show করেছে। প্রকৃত পক্ষে Home নামে আরও একটি পেজ আছে। এটি WordPress এর ডিফল্ট পেজ এটি এখানে Show করবে না। মূলত Home পেজে এবং Uncatagorized
নামের ক্যাটাগরী কে মোছা যাবে না এটি WordPress এর Default অংশ। তো চলুন পেজ
তৈরী করি ।
১. Pages>Add New কমান্ড দিন। Add
New অপশন আসলে Title অংশে লিখুন About Us এবং CD তে Word press ফোল্ডার থেকে Aboutus.txt ফাইলে text কপি করে এখানে Ctrl+V প্রেস করে Paste ক্লিক করুন অথবা আপনাদের সম্বন্ধে ইচ্ছা মত Text লিখুন। প্রথম লাইনটি একটু বড় Bold ও কালার পান্টে দিন।
২. শেষে Publish বাটনে ক্লিক
করুন। ব্রাউজারের অন্য ট্যাবে ফাইল Reload করে About us বাটনে ক্লিক করে
ফলাফল দেখুন।
৩. আবারও Pages > Add New কমান্ড দিন। টাইটেলে লিখুন Products এবং Content অংশে Look!
Here is Some our Products লিখে বইয়ের কিছু
ইমেজ যোগ করে দিন অথবা আপনাদের ইচ্ছামত Content যোগ করুন। শেষে Publish বাটনে ক্লিক করুন।
৪. আবারও Pages> Add New কমান্ড দিন। টাইটেল অংশে লিখুন Tutorials এখন ব্রাউজারের অন্য উইন্ডো থেকে Photoshop ও Illustrator কপি করে এখানে Paste
করে দিন ও Publish করুন।
Sub Menu তৈরী করা
১. আবারও Pages>Add New কমান্ড দিন। টাইটেলে লিখুন Graphics এবং ডানদিকের Page Attributs অপশনের Patents ড্রপ ডাউন থেলে Tutorial
সিলেক্ট করে Publish বাটনে ক্লিক করুন। এখানে আমরা কোন Content
দিলাম না।
২. আবারও Pages>Add New কমান্ড দিন। টাইটেলে লিখুন Photoshop এবং Photshop tutorial কপি করে Ctrl+v
প্রেস করে Content এ না থাকতে paste করুন। Page Attributes অংশের Pareants
অংশে Tutorials এর Child-Graphics সিলেক্ট করে Publish
বাটনে ক্লিক করুন।
৪. ব্রাউজারের অন্য উইন্ডোতে পেজটি Reload করে দেখুন সব পেজ মেনুতে পাওয়া যাবে।Tutorial এ পয়েন্টর নিয়ে Graphics এর উপর আসুন Illustrator ও Photoshop ২ টি অপশন আসবে। যে কোন একটি ক্লিক করলে সংশ্লিষ্ট Tutorial পেজ খুলে যাবে।
Parent অংশে Illustrator পেজ খোলা থাকা
অবস্থায় order অংশে 1 লিখে দিলে Photoshop মেনু ট্যাগ দেখাবে কারণ ডিফল্ট আকারে Photoshop এর Order 2 (00)
৫. একই ভাবে Office নামে একটি পেজ
নিয়ে Tutorial অংশে রাখুন। পরে Microsoft
Word ও Microsoft Excel নামে আরও ২টি পেজ তৈরী করে Tutorial এর মধ্যে অবস্থা Office পেজে রাখুন।
৭. শেষে Contact Us নামে আর একটি পেজ
তৈরী করুন। Contect অংশে Wordpress
ফোল্ডারে রক্ষিত Contactus.text ফাইল থেকে প্রথম ৭ ফাইল Location পয়েন্ট কোড কপি করে পেস্ট করুন।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
Next_