know yourselves. information, computer, 7 wonders, various.

Saturday, May 28, 2016

Mcq_part_7



 মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট
কম্পিউটারাইজড ডেস্কটপ প্রেজেন্টেশনের ভূবনে আপনাকে স্বাগতম। মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। নিজস্ব কম্পিউটারের স্ক্রীন ছাড়াও, এটি দ্বারা হল ভর্তি দর্শকের সামনে প্রজেক্টর দ্বারা অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদিসহ স্লাইড তৈরী করে প্রদর্শন করা যায়। এটি মাইক্রোসফ্ট অফিসের একটি অংশ। এর দ্বারা সাদা কালো বা কালার ট্রান্সপারেন্সি পেপার তৈরী করে প্রজেক্টর দ্বারা প্রদশর্ন করা যায় অথবা 35mm স্লাইড বা কম্পিউটার স্ক্রীন ব্যবহার করেও প্রদর্শন করা যায়। এক বা একাধিক স্লাইড তৈরীর মাধ্যমে এই প্রেজেন্টেশন তৈরী করা হয়।
PowerPoint শুরু করা
PowerPoint শুরু করার জন্য ডেস্কটপ থেকে Start>All Programs>Microsoft Office>Microsoft Office PowerPoint 2003 বা  Start>Programs> Microsoft PowerPoint কমান্ড দিন। PowerPoint খুলে যাবে এবং বামদিকে Click to add title I Click to add subtitle অপশন থাকবে।
ডানদিকে বিভিন্ন অপশন সহ Task pane থাকবে, এখান থেকে Create a new presentation.... সিলেক্ট করুন। আরও অপশন আসবে। Task pane এর অপশন পরিবর্তিত হবে এবং বিভিন্ন অপশন থাকবে যেমন- Blank presentation, From design template, From AutoContent wizard, From existing presentation....ইত্যাদি । আপনার সামনে PowerPoint উইন্ডো খুলে যাবে। ছবিসহ আপনার প্রথম স্লাইডটি তৈরী করুন। শেষে Save বাটনে ক্লিক করুন। ফাইলটি সেভ হবে।
ফাইল বা প্রেজেন্টেশনের প্রতিটি পৃষ্ঠাকে স্লাইড বলে এবং এক বা একাধিক স্লাইডসহ ফাইলকে প্রেজেন্টেশন বলে।
  মেনু থেকে File>Open কমান্ড দিয়ে ফাইল খুলুুুুুন। ফাইলটিতে মাত্র একটি স্লাইড আছে আমরা আরও সহজ দুইটি স্লাইড বা পেজ যোগ করবো।
 মেনু থেকে  Insert>New Slide(Ctrl+M) কমান্ড দিন। আবারও Layout বক্স  আসবে। শেষে মেনু থেকে File>Save কমান্ড দিয়ে ফাইলটি সেভ করে রাখুন।
Question of Various Exams
                        In MS power point, the function for launching slide show is-/মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শনের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? (DBBL MTO: 12/Rajshahi Krishe Unnayan Bank Officer: 11)
a. F3                                               b. F5
c. F7                                               d. F9                                                
            In MS power point, shortcut for creating a new slide is: /
            মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড তৈরি সংক্ষিপ্ত পদ্ধতি
            (Bank Alfalah Ltd. MTOs: 05)
        a. Crtl+N                                        b. Crtl +S
        c. Crtl+M                                       d. Crtl +P                                         

Microsoft Access
Microsoft Office এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে Microsoft Access. এটি একটি ডাটাবেজ (DB) প্রোগ্রাম। যদিও আমরা Microsoft Excel-এ ডাটা নামে একটি সামান্য চ্যাপ্টার নিয়ে কাজ করি। কিন্তু Access হচ্ছে মূল ডাটাবেজ প্রোগ্রাম। এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ডাটাবেজ প্রোগ্রাম। এটি আকারের দিক থেকে ছোট প্রোগ্রাম হলেও কাজের ক্ষমতার ক্ষেত্রে  অত্যন্ত শক্তিশালী একটি প্রোগ্রাম। ব্যাংক বীমা, ডিপার্টমেন্টাল ষ্টোর, বড় হাসপাতাল ইত্যাদিতে ব্যবহৃত ডাটাবেজ সংরক্ষন, অ্যানালাইসিস, হিসাবরক্ষন ইত্যাদিতে ব্যবহার করার জন্য Access সত্যিই জনপ্রিয়, শক্তিশালী, সংরক্ষিত একটি প্রোগ্রাম। অনান্য ডাটাবেজ প্রোগ্রাম, যেমন: ডিবেজ, ফক্সপ্রো, ফক্স বেজ, সাইবেজ ইত্যাদি ডাটাবেজ প্রোগ্রামকে পেছনে ফেলে Access এখন সবার উপরে। কোন কোন ক্ষেত্রে এটি SQL (Structured Query Language) বা ORACLE এর বিকল্প হিসেবে সমন্বয় ঘটিয়ে খুব শক্তিশালী ডাটাবেজ  অ্যাপ্লিকেশন তৈরী করা সম্ভব।

SQL stands for (Bangladesh Bank Assistant. Director- 2014)
a. Structured Query Language                                 b. Standard Query Language
c. Standard Query Linguistics                  d. None                                                             Ans. a
DATABASE (DB) Access
অনেক গুলো ডাটা সম্বলিত একটি উপাত্ত বা টেবিলকেই ডাটাবেজ বলে। যেমন বিভিন্ন মানুষের নাম ও টেলিফোন নম্বর যুক্ত যে টেলিফোন ইন্ডেক্সটি আপনি ব্যবহার করছেন, সেটিও একটি ডাটাবেজ।
Access ডাটাবেজের বিভিন্ন অবজেক্ট
নিচের টেবিলটি লক্ষ্য করুন। এখানে Access দিয়ে একটি ডাটাবেজ তৈরী করা আছে। এখানে Data, Record, Field ইত্যাদি বিষয়গুলো রয়েছে।
DATA
ডাটা অর্থ উপাত্ত বা তথ্য বা Information যেমন উপরের ডাটাবেজে প্রথম লাইন বা রো তে বিভিন্ন ফিল্ডের নাম দেওয়া আছে-যেমন CUST_ID ফিল্ডে অবস্থিত C003 একটি ডাটা, আবার NAME ফিল্ডে SOPNO একটি ডাটা, আবার City ফিল্ডে Dhaka অপর একটি ডাটা এভাবে প্রতিটি সেলের প্রতিটি ইনফরমেশন বা তথ্য বা উপাত্ত হচ্ছে একটি করে ডাটা।


RECORD
ডাটাবেজের বৈশিষ্ট হচ্ছে হাজার রকমের ডাটা থাকলেও ডাটাগুলি নির্দিষ্ট কলামে এবং সারিতে সাজানো থাকে। যেমন প্রথম কলামে Cust_ID বা Customer_ID রয়েছে। আবার দ্বিতীয় কলামে Name বা নাম রয়েছে। আবার প্রথম সারিতে একজন কাষ্টমারের Cust-ID এবং পরের ঘরে তার Name এভাবে Address. City ইত্যাদি রয়েছে। সুতরাং ১ নম্বর সারিতে ১টি রেকর্ড, ২নং সারিতে আর একটি রেকর্ড এভাবে সাজানো থাকে।




FIELD
যেমন সমস্ত সারি মিলে একটি Record তেমনি সমস্ত কলাম মিলে একটি Field তৈরী হয়। যেমন Cust_ID কলামে সকলের ID নাম্বার, Name কলামে সকলের নাম, Address কলামে সকলের ঠিকানা ইত্যাদি থাকে। এরূপ প্রতিটি কলামেই একটি করে Field থাকে।


TABLE
টেবিল হচ্ছে একটি প্লাটফর্ম বা পাত্র যেখানে ডাটা সজ্জিত থাকে। একই ধরনের সমস্ত ডাটা একটি টেবিলে রাখা হয়। যেমন একটি ডিপার্টমেন্টাল ষ্টোরের কাষ্টমারদের নামের তালিকা, ঠিকানা, ক্রেডিট ইত্যাদি সহ একটি টেবিল তৈরী হতে পারে, আবার প্রোডাক্টের ID, নাম, কোম্পানির নাম, মূল্য ইত্যাদিসহ একটি টেবিল তৈরী হতে পারে। এভাবে হাজারো টেবিল তৈরী হতে পারে।
DATABASE(DB)
সমস্ত টেবিল সহ উপাত্তটি হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজের অনান্য অংশ হচ্ছে FORMS, REPORT, QUERY, MACRO, MODULES.
Question of Various Exams
·  DB’ computer abbreviation usually means (Bangladesh bank AD: 12)
a. Database                                  b. Double Byte
c. Bata Block                               d. Driver Boot
e. None of them                                                                                                                         Ans: a
·        Which of the following is a database package? নিচের কোনটি ডেটাবেজ প্যাকেজ?( Bangladesh bank assistant director : 10/social Islami bank ltd.officer: 04)
a. Ms Word                                   b. Ms Access
c. Ms Power Point                        d. Acrobat Reader
e. Ms Outlook                                                                                                                             Ans: b
·         Which one is a database software? কোনটি ডেটাবেজ সফটওয়্যার? (Janata Bank Ltd. Recruitment :11/Bangladesh Bank Ad: 09/Bangladesh Krishi Bank Assistant Officer: 07)
a. MS Word                                  b. ORACLE
c. Ms Outlook                               d. Corel DRAW
e. Ms Power Point                                                                                                               Ans: b
·         ওরাকল কোন ধরনেরপ্রোগ্রাম?( মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের অধীনে অডিটর:১১/অর্থ মন্ত্রণালয়ে এডিটর: ১১)
a.ওয়ার্ড প্রসেসিং                                                 b.প্রোগ্রামিং
c. ডেটাবেস                                        d.কোনটিই নয়                                                                Ans: c
·         Which one is a database software?কোনটি ডেটাবেজ সফটওয়্যার? (karmashangsthan bank senior officer: 09)
       a. MS Word                                   b. Ms excel
       c. Ms Outlook                                d. Corel DRAW
       e. None of them                                                                                                                           Ans: e
·         Which one of the following is not a database? /নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার নয়? (DBBL MTO: 12)
a. Oracle                                        b.AJAX
c. My SQL                                     d.SQL Server
e. None of this                                                                                                                           Ans. b
Question of Various Exams
                        What does the computer process into information?/ কোনটিকে প্রক্রিয়াকরনের মাধম্যে কম্পিউটার তথ্য তৈরি করে? (Agrani Bank Ltd. Officer: 11)
a. Numbers                                   b. Processor
c. Input                                                  d. Data
e. Image                                                                                                                                           Ans. D
            Records are composed of …… such as a name, address and phone number./ রেকর্ড হলো (যেমন- নাম, ঠিকানা এবং ফোন নম্বর) এর সমষ্টি। (Dutch Bangla Bank Limited Officer: 04)
a. Fields                                         b. Bytes

c. Infroamtion                              d. Bits                                                                           Ans. c