JavaScript_part11_জাভাস্ক্রিপ্ট স্পেশাল ক্যারেকটরসমূহ ও জাভাস্ক্রিপ্ট অবজেক্টেসসমূহ
JavaScript objects
JavaScript Special cheracters
Back-sasnyasa (\), using the ayapostapeja, new lines, quotes and other special characters into a text can be.
Codes:
Code Output
\ 'Single Quotes
\ "Double quotation
\\ ....
\ N new line
\ R Carriage Return
\ T Tab
\ B back space
\ F Form feed
\ & End
Lets see a small example.
Program: Special characters, for example,
1. write the following codes in Editor. and save the file with file name program_0042.html
<! DOCTYPE html>
<Html>
<Body>
<Script type = "text / javascript">
alert ( "My Mother \ 's Name is Selina Begum. \ nShe is a Teacher. \ nI Love you \" MoM \ "");
</ Script>
</ Body>
</ Html>
Results: Open the file program_0041.html in browser. As a result you will see the following image.
<hr \>
জাভাস্ক্রিপ্ট স্পেশাল ক্যারেকটরসমূহ:
জাভাস্ক্রিপ্ট স্পেশাল ক্যারেকটরসমূহ:
ব্যাক-সস্ন্যাশ ( \ ) ব্যবহার করে অ্যাপোস্টপেজ, নতুন লাইন, কোটেশন এবং অন্যান্য স্পেশাল
ক্যারেক্টার এর একটি টেক্সটের মাঝে দেয়া যায়।
কোডসমূহ:
কোড আউটপুট
\’ সিঙ্গেল কোটেশন
\” ডাবল কোটেশন
\\ ....
\n নতুন লাইন
\r ক্যারেজ রিটার্ন
\t ট্যাব
\b ব্যাক স্পেস
\f ফরম ফিড
\& এন্ড
একটা ছোট উদাহরণ দেওয়া যাক।
প্রোগ্রাম : স্পেশাল ক্যারেকটর উদাহরন
১. আপনার
এডিটরে নিম্নোক্ত কোডগুলো লিখুন।এবার program_0042.html নামে ফাইলটটিকে সেভ করুন।
<!DOCTYPE
html>
<html>
<body>
<script
type="text/javascript">
alert("My
Mother\'s Name is Selina Begum. \nShe is a Teacher. \nI Love you
\"MoM\" ");
</script>
</body>
</html>
ফলাফল : ব্রাউজারে program_0041.html
ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল
দেখতে পাবেন।
এভাবে কোন টেক্সটের মধ্যে স্পেশাল ক্যারেকটর দেওয়া যায়।
জাভাস্ক্রিপ্ট অবজেক্টেস
এই অংশে আমরা শিখব-
অবজেক্ট
অরিয়েন্টেড প্রোগ্রামিং কি
প্রোপার্টিজ কি
প্রোপার্টিজ কি
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং:
অবজেক্ট অরিয়েন্টেড ওয়েব
অ্যাপিস্নকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট একটি চমৎকার ল্যাগুয়েজ। এটি অবজেষ্ট
অরিয়েন্টেড প্রোগ্রামিং( OOP) সাপোর্ট করে কেননা এটি প্রোটোটাইপিং এর মাধ্যেমে ইনহেরিটেন্স এবং
প্রোপাটিজ ও মেথডের মাধ্যেমে ইনহেরিটেন্স সাপোর্ট করে। অনেকে ভেবে থাকেন যে জাভাস্ক্রিপ্ট ইনহেরিটেন্স
সাপোর্ট করে। যখন আপনি কোন অবজেক্ট অরিয়েন্টেড কোড লিখেন তখন এটি আপনি পুনরায়
ব্যবহার করতে পারেন এবং এই প্রক্রিয়াই হল encapsulation. এখন আমরা জাভাস্ক্রিপ্টের বিল্ট-ইন অবজেক্ট
কিভাবে ব্যবহৃত হয় তা দেখব।
প্রোপার্টিজ
ধরা যাক মোবাইল একটি
অবজেক্ট। তাহলে মোবাইলের প্রেপাটিজ আমরা বলতে পারি keypad ব্যটারী screen ইত্যাদি তাহলে যায় প্রোপার্টিজ হল অবজেক্টের সাথে জড়িত ভ্যালু সমূহ। নিচের
প্রোগ্রামটি লক্ষ্য করুন।
প্রোগ্রাম : প্রোপার্টিজ -এর উদাহরন
- আপনার এডিটরে নিম্নোক্ত কোডগুলো লিখুন।বার ফাইলটিকে কে একটি নির্দিষ্ট নামে সেভ করুন। আমরা এখানে program_0050.html নামে সেভ করেছি।
<html>
<head>
<title>String
Object </title>
</head>
<body>
<script
type="text/javascript">
var
name = "Adobe Photoshop By Bappi Ashraf";
alert(name.length)
</script>
</body>
</html>
ফলাফল : এবার আপনার ব্রাউজারে program_0050.html
ফাইলটি ওপেন করুন। নিম্নের চিত্রের মত ফলাফল
দেখতে পাবেন।
ব্যাখ্যা: এখানে প্রোপাটি হল length এবং অবজেক্ট হল দ্বারা name; ভেরিয়েবল যে স্টিং টি
রয়েছে সেটি কয়টি ক্যারেক্টাররের সমন্নয়ে গঠিত তা দেখব।