know yourselves. information, computer, 7 wonders, various.

Showing posts with label QuarkXPress. Show all posts
Showing posts with label QuarkXPress. Show all posts

Sunday, April 3, 2016

Total Graphics Design (QuarkXPress_Part_1)



QuarkXPress
QuarkXPress একটি পেজ লেআউট প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যামে গ্রাফিক্স ও টেক্সটের চমৎকার সমন্বয় ঘটিয়ে যে কোন ধরনের বিষয়কে দৃষ্টিনন্দন করে উপস্থাপন করা যায় এই QuarkXPress Software টির মাধ্যমে। QuarkXPress মূদ্রণ সংক্রাত যাবতীয় কাজের একমাত্র উপযুক্ত Software। এটি এখনো মূদ্রণ শিল্পে প্রথম স্থান দখল করে আছে বিশব্যাপি।
এই Software এর সাহায্যে কোন ছবি বা তথ্যকে অফসেট মেশিনে মূদ্রণের জন্য উপযোগী করা যায়। অন্যান্য Software এর মধ্যে QuarkXPress  কে একটু আলাদা করে দেখা হয়। কারণ এই Software এর মাধ্যমে টেক্সট এবং ছবির ফাইল একই সাথে কাজ করা য়ায়। যে কোন ফাইলকে যে কোন ধরণের ফরম্যাটে উপস্থাপন করা যায় এই Software এর মাধ্যমে।
QuarkXPress যারা কাজ কররেন তাদের জন্য জরুরী বিষয় হলো রঙের উপর বিশেষ ধারণা থাকা। মূদ্রণ কাজে আমরা ব্যবহার করি চার রঙ। যেমন (CMYK) C=Cyan, M=Magenta, Y=Yellow, K=Black. এই চারটি রঙ হলো সেকেন্ডারী রঙ। মূদ্রণ কাজে যেখানে রঙের ব্যবহার করা হয়। এই চার রঙের সাহায্যেই কালার সেপারেশন করা হয়ে থাকে। যারা QuarkXPress7.0 এ কাজ করবেন তাদের এই বিষয়গুলো ভাল করে জানতে হবে।
Photoshop এবং Illustrator এর মতো QuarkXPress এ কালার নিয়ে কাজ করা যায়। আমরা যখন Photoshop এ কাজ করবো তখন একটি নতুন ফাইল খোলার সাথে সাথে আমাদের RGB মোডে একটি নতুন ফাইল আসবে। RGB হলো R=Red, G=Green, B=Blue. যদি ফটোশপের এই কাজটি প্রিন্টিং-এর জন্য তৈরি করা হয় তাহলে এটিকে সেখান থেকেই মোড পরিবর্তন করে CMYK করে দেওয়া উচিৎ। তা না হলে পরে রঙের কিছু তারতম্য দেখা দিতে পারে।
QuarkXPress 7.0 শুরু করা
QuarkXPress শুরু করুন Start>All Programs>QuarkXPress>QuarkXPress QuarkXPress খুলবে কিন্তু কোন ডকোমেন্ট থাকবে না।
1.       Fill>New>Project ক্লিক করতে হবে অথবা কীবোর্ড থেকে (Ctrl+N) কমান্ড দিতে হবে। New Project নামে একটি ডায়ালগ বক্স আসবে।

2.      এই New Project ডায়ালগ Box–এ পেজের মাপ নির্ধারণ করে দিতে হবে। এখানে উল্লেখ্য যে QuarkXPress 7.0 Maximum Page Size 48Ï48 Inch এবং Minimum Page Size 1Ï1 Inch নির্ধারণ করা যায়।
3.      এই New Project ডায়ালগ Box–এ পেজের নির্ধারিত মান টাইপ করুন। যেমন: US Letter
Layout Name: Document এর নাম কি চান তা টাইপ করে দিতে হবে। এখানে আমরা নাম দিলাম Nova1. Layout Type: Document টি Print অথবা Web এর জন্য কিনা তা নির্ধারণ করে দিতে হবে। এখানে আমারা নির্ধারণ করলাম Print. Page:  এখানে নির্ধারণ করে দিতে হবে কি ধরনের পেজ নিয়ে কাজ করবো। আমরা Size অপশনে US Letter নির্ধারণ করলাম। Orientation অংশে Portrait নাকি Landscape হবে তা নির্ধারণ করা যাবে। আমরা Portrait সিলেক্ট করলাম।  Margin Guides নির্ধারণ করলাম Top-1, Bottom-1, Left-0.5, Right-0.5 নির্ধারণ করলাম। Column-1, Gutter Width-0.167 নির্ধারণ করলাম। Facing Page সিলেক্ট করলে প্রথম পেজের পর যখন নতুন পেজ অটোমেটিক আসে তথন পাশাপাশি দুই দিকে দুটি পেজ আসে। Automatic Text Box সিলেক্ট করলে ডকোমেন্টে একটি টেক্সট বক্স থাকবে। এতে Content tool সিলেক্ট করে ইচ্ছামত লিখা যাবে।
সবশেষে OK বাটনে ক্লিক করতে হবে। একটি ফাকা সাদা পেজ ওপেন হবে।

Quark Xpress তে টাইপ করা
1.     Content Tool   এ ক্লিক করুন।
2.   এবার Page এর একেবারে জিরো পয়েন্টে ক্লিক করুন।
 3.    এবার টাইপ করা শুর করতে হবে। আপাতত কোথাও Enter করার প্রয়োজন নাই শুধুমাত্র ফাঁকা স্থানের জন্য Spacebar প্রেস করুন। নিম্নের মত কিছু Text টাইপ করুন। একটু পরেই আমরা এ বিষয়ে   বিস্তারিত আলোচনা করবো।
Businesses do not live by documents alone. Shepherding colleagues through a project may involve coordinating and completing numerous subsidiary tasks. All four of the services we tested have tools for creating tasks and assigning them to group members, and all but Huddle let you tie tasks to a larger goal or milestone. Web Office provides the most fine-grained task control data, including due date, time of day due, task category, priority level, person assigned the task, and notification reminder...
4.     উপরের মেনু বার থেকে File>Save এ ক্লিক করলে  Save As ডায়ালগ বক্স  আসবে।
5.   এখানে নির্দিষ্ট স্থান সিলেক্ট করে দিতে হবে। Save in অপশনের ডানপাশের ড্রপ ডাউনে ক্লিক করে লোকেশন ঠিক করে দিন। File Name অংশে নাম লিখুন (আমারা Project 1 নাম লিখেছি) এবং সবশেষে OK করুন। ফাইলটি কম্পিউটারে সেভ হয়ে যাবে।


***********************************************************
 বিস্তারিত জানতে হলে নিচের দেয়া বইটি সংগ্রহ করুন।




Summary ( এক নজরে )
Book Name: GRAPHICS TRAINING GUIDE (Adobe Photoshop, Adobe Illustrator, 
                   Adobe InDesign, QuarkXPress, oDesk {Freelancing/Outsourcing} )
বইয়ের নাম :টোটাল গ্রাফিক্স ডিজাইন ( এডোবি ফোটশোপ, এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ইনডিজাইন, ‍কুয়ার্ক এক্সপ্রেশ, ওডেস্ক,{ফ্রিলেন্সিং এন্ড আউট সোর্সিং})
Writer: Bappi Ashraf   লেখক- বাপ্পি আশরাফ
Published By: Gyankosh Prokashani  প্রকাশক- জ্ঞানকোষ প্রকাশনী
Amount of Pages: 624  পৃষ্ঠাসংখ্যা- বড় সাইজে ৬২৪ পৃষ্ঠা
First Publish: february 2015  প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০১৫
 Future edition may be existed!
 ভবিষৎ এ সংস্বকরন অস্তিত্ব হতে পারে। 
Book Price: BDT 490 with CD  মূল্য- সিডি সহ ৪৯০ টাকা মাত্র
যোগাযোগ: 02-7118443, 8623251 বা 58616571 বা 01711271716 (Bappi Ashraf), 01711271718 (Syed Hasan), 01941494063 (Kashem Vai) বা  bappibd001@yahoo.com

This Bangla graphics design book named Adobe Photoshop by Bappi Ashraf seems a good graphics design book. Because, the content narrated on this book are well and broad enough. On the other hand, we've noticed many persons who have learned Adobe Photoshop by following this book. And they have learned Photoshop well. So, the result of following this book have been observed by us. So, by watching that result, we can say that it can be a good Bangla Photoshop book to learn Adobe Photoshop.

What Will You Get Basically
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Photoshop is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Photoshop by himself by playing with the example projects of this book. A CD is also included with this book. In that CD you will get project related staffs. 

We've not noticed major bad side of this Bangla graphics design or Bangla Photoshop book. Basically, this book has contained a lot of project illustrations. By completion of practices of those projects will bring you ultimate success on learning Photoshop or graphics design automatically. You just have to strict on following it.
কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে ইমেজ বা ছবি এডিটিং করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটির নাম এডোবি ফটোশপ। আর বর্তমানে ফটোশপের সর্বশেষ ভার্সনের নাম ফটোশপ সি সি । আর ফটোশপের উপর চমৎকার ব্যবহারিক একটি বই লিখেছেন জনপ্রিয় লেখক বাপ্পি আশরাফ। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বাপ্পি আশরাফ যে নিজস্ব একটি ভঙ্গিতে প্রোজেক্টের মাধ্যমে লিখে থাকেন, আলোচ্য বইটিতেও সেই স্বভাবসুলভ ভঙ্গিটি রয়েছে।

এক কথায় নবীন বা প্রফেশনাল যে কেউ বইটি ব্যবহার করলে বলতে হবে ‘চমৎকার’। বাপ্পি আশরাফ ফটোশপের এমন কিছু নতুন ফিল্টার দেখিয়েছেন যা অনেক প্রফেশনালকেও অবাক করবে। এরপর লেখক লিখেছেন “আমি ফটোশপে নিয়তই নতুন কিছু শিখে থাকি”। বইটি নবীন ব্যবহারকারী বা প্রফেশনাল- সবার জন্যই উপকারে আসবে। বড় সাইজের ৬৩২ পৃষ্ঠার বইটির দাম সিডিসহ মাত্র ৪৫০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনী ৩৮/২-ক বাংলা বাজারসহ বাংলাদেশ ও কোলকাতার সকল সম্ভ্রান্ত বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির চমৎকার প্রচ্ছদ তৈরি করেছেন- বাপ্পি আশরাফ নিজেই।
লেখকের সাথে যোগাযোগ bappibd001@yahoo.com বা 0258616571, 01716171716

পরিবেশক/প্রাপ্তিস্থান
ঢাকা - বাংলাবাজার       - * সিসটেক পাবলিকেশনস্, * আজিজিয়া লাইব্রেরী, * সাহিত্য কোষ, *কাজী ট্রেডার্স                           
ঢাকা - নিউমার্কেট - * বুক ভিউ, * ঢাকা বুক কর্পোরেশন, *বাংলাদেশ লাইব্রেরী
ঢাকা -  ষ্টেডিয়াম মার্কেট - * অনুপম জ্ঞানভান্ডার,
ঢাকা - নীলক্ষেতঃ * ডলফিন* ফরিদা কর্পোরেশন,* রানা বুক সেন্টার, * সাকিব বুক সেন্টার,* মডার্ন বুক সেন্টার, *ফাহাদ বুকস্, *মুক্তা এন্টারপ্রাইজ, *ফারহান বুকস্, *হক লাইব্রেরী, পপুলার বুকস্,
ঢাকাঃ ফার্মগেট, * তোফাজ্জল বুক হাউস, * ছাওয়াল বুকস্, * সেলিম বুকস্,  * এম, জামান এন্টারপ্রাইজ, * আদর্শ কলেজ লাইব্রেরী, * বুক ম্যান, * ষ্টুডেন্ট লাইব্রেরী, * খান বুক সেন্টার   
খুলনাঃ * সোহাগ বুক সেন্টার, * নূর লাইব্রেরী, * সালেহিয়া লাইব্রেরী * আজিজিয়া লাইব্রেরী
রাজশাহীঃ  * বুক ওয়ার্ল্ড, * বুক মার্ট * আলীগড় লাইব্রেরী * সংলাপ, * রহমান বুক, * সূচীপত্র, * আব্দুলস্নাহ্ এন্ড ব্রাদার্স
চট্টগ্রামঃ * বুক ম্যান, নিউমার্কেট, * বুক এম্পোরিয়াম, আগ্রাবাদ, , * বুক লাইব্রেরী, আন্দরকিলা, * সিদ্দিকিয়া লাইব্রেরী, আন্দরকিলা,* বুক সেন্টার, আন্দরকিলা, * ন্যাশনাল বুক, আন্দরকিলা,* প্রাইম  বুক, আন্দরকিলা, *ফ্রেন্ডস  বুক, আন্দরকিলা, * প্রতিভা লাইব্রেরী, আন্দরকিলা, *আর আলম বুকস,  আন্দরকিলা,*গুলিস্থান লাইবেরী, বিপনী বিতান নিউমার্কেট, *অমর বই ঘর, নূপুর মার্কেট, ষ্টেশন রোড, *নিউ বুক ল্যান্ড, চকবাজার *কারেন্ট বুক স্টোর, জলসা মার্কেট
কুষ্টিয়াঃ * বইমেলা, এন, এস, রোড
চুয়াডাঙ্গাঃ * পুথিঘর লাইব্রেরী, বড় বাজার
যশোরঃ * জনতা লাইব্রেরী, দড়াটানা
কুমিল্লাঃ * শাহীন লাইব্রেরী  
বরিশাল* বুকভিলা           
সিলেটঃ * বন্ধু লাইব্রেরী, * নিউ নেশন লাইব্রেরী, * অক্সফোর্ড লাইব্রেরী, * পপি লাইব্রেরী             
বগুড়াঃ * কোরান হাদীস মঞ্জিল (উত্তর বঙ্গের একমাত্র পরিবেশক)                                                                              

রংপুরঃ * বিপণী বিচিত্রা, * সাহিত্য ভান্ডার, * টাউন ষ্টোর লাইব্রেরী
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯
******************************************************************************

RELATED POST LINKS BELOW ********************************************
ADOBE PHOTOSHOP




Next Part _ Coming Soon 41

             

ADOBE ILLUSTRATOR
Part 017 - Eraser টুল, Mercury Performance System, Gaussian Blur Enhancement, Image Trace, Pattern তৈরী, Stoke  Gradient ব্যবহার

ADOBE INDESIGN